Saturday, February 7, 2015

ফেসবুকের post ( শূণ্য- জীবন)




1. পৃথিবীতে কেউ কেউ এত
ভাগ্যবান যে,মানুষকে
অনেক কষ্ট দিয়েও নিজে
ভালবাসা পায়..

2. গতে তারাই খুব বেশী কষ্ট পায়,
যারা মানুষকে সরল
মনে ভালোবাসে।
বিনিময়ে তারা পায়, অনাদর,
অবহেলা ও ঘৃণা। তাই
জগতে কাউকে সরল
মনে ভালবাসতে নেই।
এখানে সরলতা মানে, চরম
দুর্বলতা।


3. কাউকে মিথ্যা বলে খুশি করার
চেয়ে, সত্য
বলে কাঁদানো অনেক ভালো।
এতে সে আপনার উপর রাগ
করলেও কখনো আপনার উপর
থেকে বিশ্বাস হারাবে না।


4. কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড়
ভাবো সেইটা হবে বড় ভুল .. কারণ
বিধাতা একান্ত কারো জন্য কষ্ট
সৃষ্টি করেনি ,অভিশাপ
বলে একটি বাক্য আছে. . আর সেই
কষ্টের অভিশাপে একদিন তুমিও
কাঁদবে . 


5.ভালবেসে কেউ চোখের
জল ঝরায়।
কেউ রক্ত ঝরায়।
আর কেউ কবর কে আপন
বানায়,
তবুও অবুঝ হৃদয়
বলে যায়,
আমি শুধু
চেয়েছি তোমায়..


6. পৃথিবীতে সেই সবচেয়ে ধনী।
যার একটি সুন্দর মন আছে,,
যার মনে নাই কোন
অহংকার,, নাই কোন হিংসা।
আছে শুধু
অন্যের জন্য ভালোবাসা.


7. প্রিয়জন যখন পাশে থাকে
তখন মনে হয় পুরো
পৃথিবীটা হাতের মুঠোয়...
আর যখন সে একটুর জন্য দূরে যায়
তখন কষ্ট
কাকে বলে তাহা বুঝা যায় ....


8. মানুষ সবচেয়ে বড় ভুল
করে তখনই, যখন সে
কারো প্রতি অসম্ভব
ভাবে দুর্বল হয়ে পড়ে ।
যখন তাকে ভুলে যেতে
পারেনা ।


9. সুখ বলে দুঃখ রে তুই কান্দিস কেন
বল? কার
কারণে তোর চোখেতে আসে শুধু
জল।
দুঃখ
বলে যারে নিয়ে বেধেঁছি আমি ঘর।
তোমায়
পেয়ে সে আমায় করে দিল পর.. 


10.কি আছে তোর মাঝে বুঝি না.......
শুধু অনন্ত কাল তোর
দিকে তাকিয়ে
থাকতে ইচ্ছে করে.......
ইচ্ছে করে সারা জীবন
তোকে দেখি.......
কি অদ্ভুত ভালবাসা ........
কি অদ্ভুত সম্পর্ক .......
সব কিছু ভুলে যাই যখন তোর ঐ
মায়া ভরা মুখের
দিকে তাকাই .......
আমি আমার
নিজেকে হারিয়ে ফেলি তোর
মাঝে........


         
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
Posts RSSComments RSSBack to top
© 2011 ভালোলাগার কথা ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0