Thursday, February 19, 2015

বিখ্যাত মনিষীদের স্বরণীয় কিছু উক্তি





 বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে । -হযরত আলী (রাঃ)

✬ ‘‘যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।’’
-আইনস্টাইন

✬ সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়।

✬ মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী । - ওরসন স্কোরার ফাউলার

✬ যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।- জন সার্কল

✬ “প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক"- আব্রাহাম লিংকন।

✬ আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
- মাইকেল জর্ডান

✬ সত্যকে ভালবাস, কিন্তু ভুলকে ক্ষমা কর।-ভলতেয়ার

✬ ‘আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত।
জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়।’
--- মার্ক জুকারবার্গ

✬ যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।
-জন এন্ডারসন

✬ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে""
-আইনস্টাইন

✬ * নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়
- জন লিভেগেট

✬ * যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই
-উইলিয়াম ল্যাংলয়েড

✬ বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর
অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে
- মিল্টন

✬ একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।
-জর্জ লিললো

✬ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। - অ্যারিস্টটল

✬ কোনো রাত এত বড় না যে, দিন তার শেষে আসবে না।
যে কোন সঙ্কটকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন।

✬ ✬ তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।।
⇨ লেনিন

✬ যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে সর্বনিম্ন স্থান থেকে আরম্ভ কর । -সাইরাস

✬ শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল । -টিপু সুলতান

✬ আহাম্মকের কথার প্রতিবাদ করো না, করলে তুমিই আহাম্মক হয়ে যাবে...
-হযরত আলী (রাঃ)

✬ একটাই প্রশ্ন, যার কোনো উত্তর আজও আমি দিতে পারিনি। সেটা হচ্ছে, একজন নারী আসলে কী চায় ? । - সিগমুন্ড ফ্রয়েড

✬ বিয়েটাই একমাত্র বস্তু যেটাকে সব বেটাছেলে এড়াতে চায় আর সব মেয়েছেলে আগ্রহ সহকারে ঘটাতে চায় । -ওয়াইড

✬ যে ব্যক্তি গরীব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবেনা । -হযরত সোলায়মান (রাঃ)

✬ অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে । -গোল্ড স্মিথ

✬ যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে । -লাভাটাব

✬ অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে । -গোল্ড স্মিথ

✬ যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না । - সিনেকা

✬ অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় । - শেক্সপিয়র

✬ অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ । -স্যার টমাস ব্রাউন

✬ কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ । -এডিসন

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

1 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
Posts RSSComments RSSBack to top
© 2011 ভালোলাগার কথা ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0