Saturday, February 7, 2015

জীবনের কস্ট



1.  যখন কেউ কষ্ট পায়, তখন তার
অনুভুতিটা এমন হয় যে- ওই
মুহুর্তে যদি তার বুকের ভেতর
থেকে সমস্ত কষ্টগুলো বের
করে দেখানো যেত
তাহলে বুঝি সারা দুনিয়াটাই তার
কষ্টের যন্ত্রনায় দগ্ধ হয়ে যেত!!


2. বিশ্বাস থেকে ভালবাসার
জন্ম নেয়,
আর অবিশ্বাসের সূত্র
ধরেই তা ধ্বংস হয়ে
যায়....!!

3.কান্নার মত গভীর কিছু নেই ।
একজনের দুঃখ অন্যজনকে
স্পর্শ করে না ।
কিন্তু একজনের চোখের জল
অন্যকে স্পর্শ করে ।!!!!

4. মেয়েরা প্রথমবার যারপ্রেমে পড়ে
তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না।
পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন
শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়....!!!

5.তুমি যদি বুঝতে পারো
কেউ তোমাকে অনেক
ভালোবাসে,
কিছু না ভেবে তার দিকে
হাত বাড়িয়ে দাও।
স্বর্গের সুখ একটু হলেও
তুমি পৃথিবীতে পাবে!!!!!


6.মেয়েরা প্রথমবার যারপ্রেমে পড়ে
তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না।
পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন
শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়"। !!!!

7. জীবন কারো জন্য থেমে থাকে না,
কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়,
প্রিয় মানুষটার জন্যে !
তখন খুব বেশী কষ্ট হয় ...!!
সেই কষ্ট না কাউকে দেখানো যায় ...
না কাউকে বলা যায় .......!!!


8. জানি সত্যি হবে একদিন। আমরা দুজন
ফিরে পাব রঙ্গিন পৃথিবী। তোমার ঐ
মিষ্টি হাসিতে আমার
পৃথিবী যে হাসে।
জানি সত্যি হবে একদিন।!!

9.আজও পৃথিবীতে এমন কিছু মানুষ
আছে, যারা নিজের সুখের জন্য অন্যকে
কাঁদাতে পারে...!!..
আর কিছু মানুষ এমনও আছে যারা
নিজে কেঁদে অন্যকে সুখী করার
চেষ্টা করে...!!!


10.বন্ধু মানে সুখের সাথী। বন্ধু
মনে রাগ। বন্ধু মানে দুঃখ সূখের
সমান সমান ভাগ। বন্ধু
মানে হালকা হেসে চোখের
কোনের জল। বন্ধু
মানে মনে পরলে একটা ছোট কল।!!


    
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
Posts RSSComments RSSBack to top
© 2011 ভালোলাগার কথা ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0